Tag Archives: তেপ্পে

৬০০০ বছর পূর্বের চুম্বন আর তেপ্পে হানসালুর যুগল সমাধি

6268_514231081966321_1854063880_n
হানসালুর সেই কঙ্কাল

অতীত মানুষের নির্মিত ব্যবহৃত বা প্রভাবিত বস্তুগত উপাদানের বিশ্লেষণ করে তাদের জীবনযাত্রার ইতিবৃত্ত তুলে ধরে প্রত্নতত্ত্ব। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কৌতুহলোদ্দীপক ঘটনা যেমন ঘটে। তেমনি প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিয়ে কিংবদন্তীর সংখ্যাও কম নয়। ঔপনিবেশিক সময় থেকেই এই প্রবণতা আরো বেড়ে গেছে। পিল্ডডাউন মানবের কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ভ্রষ্টাচার বিশ্বে ছেয়ে গেছে। মানুষ ইতিহাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে গিয়ে এর যাচ্ছেতাই ব্যবহারের পরিমাণ বাড়িয়েই চলেছে। অন্যদিকে এক শ্রেণির সংবাদলোভী শ্রেণি এগুলোকে ব্যবহার করছে তাদের ওয়েব সাইটের ট্রাফিক বাড়ানোর কাজে। এমনি একটি ঘটনা ঘটেছে ইরাণের হানসালু প্রত্নস্থানে প্রাপ্ত একটি যুগল সমাধিকে নিয়ে। ফেসবুকের ব্যবহার করে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোকে সবসময় নিজের আয়ত্বে রাখার চেষ্টা করি। বিশ্বের নানা দেশের নামকরা প্রত্নতত্ত্ব ভিত্তিক পেইজগুলো লাইক দিয়ে রাখি, সেই সাথে অনেকগুলো প্রত্নতত্ত্ব নির্ভর বিশ্বজনীন পেইজের অ্যাডমিনও হওয়ার সৌভাগ্য হয়েছে। সেদিন একটি আাজারবাইজানের পেইজে লেখা দেখলাম “6000 years old kiss found in Hasanlu, Iran”। সত্যি আঁতকে ওঠারই কথা। আমাদের দেশে যেখানে মাত্র আড়াই হাজার বছরের পূর্বের রাস্তা আবিষ্কার প্রত্নতাত্ত্বিকদের সহ্য হয়না। তারা এর বিরুদ্ধে বাদ-প্রতিবাদ শুরু করতে সময় নেননা। ইরানীদের হলো কি? তারা কি সুরেশ খাঁটি সরিষার তেল নাকে দিয়ে ঘুমুচ্ছে নাকি? Continue reading ৬০০০ বছর পূর্বের চুম্বন আর তেপ্পে হানসালুর যুগল সমাধি