আমাদের উত্তর-ঔপনিবেশিক জ্ঞানতত্ত্ব ও বাংলা দাবাং চলচিত্রের অশ্লীলতা

মডার্ন ডিসকোর্স অভিজ্ঞতাবাদীদের সাথে একাত্ম হয়ে ইম্পিরিয়ালিস্টিক নলেজকে সংজ্ঞায়িত ও উপরিস্থাপিত করতে চায়। এক্ষেত্রে স্বঘোষিত, স্বরূপায়িত ও স্বপ্রণোদিত একটি ডিসকোর্সকে প্যারামিটার হিসেবে নির্ধারণ করে নিয়েছে উপনিবেশ ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। এখানে অশ্লীলতার সংজ্ঞা নির্ধারণ করেছে পশ্চিম, শালীনতার সংজ্ঞা দেয়ার এখতিয়ার তাদের হাতেই বলে তারা মনে করে। তাইতো মেরিলিন মনেরোরা যখন শরীরের শেষ সুতোটিও খুলে ফেলে সেটা হয় সংস্কৃতির অনুসঙ্গ। আফ্রিকানরা ল্যাংট পরলে সেটা হয় অসভ্যতা। Continue reading আমাদের উত্তর-ঔপনিবেশিক জ্ঞানতত্ত্ব ও বাংলা দাবাং চলচিত্রের অশ্লীলতা

টেস্ট ক্রিকেটে ব্রাহ্মণ্যবাদঃ একজন প্রত্নতাত্ত্বিকের অনুভব।

০১.
প্রত্নতত্ত্ব পড়তে গিয়ে একটা বিষয় বার বার মনে হয়েছে মানুষ কেনো যেনো পেছনের দিকে যাচ্ছে। এই দেখুন না পাথর যুগের মানুষ জামা-কাপড় পরতো না, এখনো সিনেমার পর্দা থেকে সমুদ্রের ধার এমুনকি ঢালাই করা পুকুরগুলোতে পর্যন্ত সব জামা কাপড় ছাইড়া কিছু মানুষ ঝাঁপ দিতে পারলে বাঁচে। সৃষ্টির আদিকালে মানুষ জবরদস্তি করে একজনের চিন্তার ভার আরেকজনের উপর ছাইড়া দিতো। এখনো দেখুন কেম্নে চাপাইয়া দিবার চায়। একটু অপছন্দ হৈলে তুই ভাদা-ভাকুর, তুই ছাগু, তুই রাজাকার, তুই পাকি, তুই ভাদা আরো কত্ত কী ট্যাগের জ্বালায় ব্যাগ ভর্তি হৈয়া যায়। আগে মানুষ রান্না জানতো না মাংস পুড়াইয়া খাইতো, লতাপাতার রস খাইয়া আগুনের পাশে ধেই ধেই কৈরা নাচাকুদা করতো। বাহরে বাহ একটা আধপোড়া ছাগল কিংবা গরু লগে কিছু অগ্নিজল। লে গপাপগ গিল তার্পর শুরু কৈরা দে বাংলে কে পিছে হ্যায় তালা, ঘুচু কাঁহা সে ম্যায় সালা। ওরে থাম আমার তো কান ঝালাপালা। Continue reading টেস্ট ক্রিকেটে ব্রাহ্মণ্যবাদঃ একজন প্রত্নতাত্ত্বিকের অনুভব।

পণ্ডিত নেহরুর বই ডিসকভারি অব ইন্ডিয়া Discovery of India

booksDiscovery of India Download.

পোস্টের শর্ট লিংক: http://wp.me/p1DnUE-hM

বইটি সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিজেই দেখুন।

The_discovery_of_India

পণ্ডিত নেহরুর বই ডিসকভারি অব ইন্ডিয়া Discovery of India

 

 

এক ক্লিকে ডাউনলোড করুন: https://aurnabarc.wordpress.com/wp-content/uploads/2014/01/the_discovery_of_india.pdf